বছরের প্রথম দিনেও মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান থেমে নেই। দেশটিতে নতুন করে ভিসাবিহীন আরও ১২০ জনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে ১০৮ জন বাংলাদেশি।
সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ২টায় জোহর উলু চোহ-তে একটি শিল্প এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।জোহর ইমিগ্রেশনের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নির্মাণ শ্রমিকদের একটি ডরমেটরিতে অভিযান চালানো হয়। অভিযানে মোট ৬০০ বিদেশি কর্মীকে যাচাই করে তাদের মধ্যে ১২০ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে বাংলাদেশের ১০৮ জন, পাকিস্তানের আটজন, ভারতের দুইজন, নেপালের একজন ও ইন্দোনেশিয়ার একজন রয়েছেন।
এখন বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের জন্য অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে গ্রেপ্তারদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
মালয়েশিয়ার গণমাধ্যমের খবরে জানা গেছে, গ্রেপ্তার কর্মীদের জোহর ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। পরবর্তী ব্যবস্থার অংশ হিসেবে তাদের আদালতে প্রেরণ করা হবে।