নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় একটি বাস দুমড়েমুচড়ে গেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানিয়েছেন, বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলটি রাজধানীর হাতিরঝিল থানা এলাকার মধ্যে পড়েছে। হাতিরঝিল থানার ওসি আবদুর রশীদ প্রথম আলোকে বলেন, সোহাগ পরিবহনের একটি শীতাতপনিয়ন্ত্রিত বাসকে ধাক্কা দিয়ে রেললাইনে অনেক দূর নিয়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন, এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন ইউনিটের টিম গেছে। বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।