পাকিস্তানের দারুল উলুম করাচির স্বনামধন্য প্রিন্সিপাল ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের অন্যতম মুরব্বি মুফতি রফি উসমানি ইন্তেকাল করেছেন। এই মহা মনীষী ৮৬ বছর বয়সে দীর্ঘ দিন অসুস্থ থাকায় পর তার নিজ বাসায় ইন্তেকাল করেছেন।
২১ জুলাই ১৯৩৬ সালে তিনি জন্ম লাভ করেন।
তিনি ছিলেন একজন পাকিস্তানি মুসলিম পণ্ডিত, আইনবিদ এবং লেখক। যিনি দারুল উলূম করাচির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি দারুল উলূম দেওবন্দ, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় এবং দারুল উলূম করাচির প্রাক্তন ছাত্র ছিলেন।
তিনি আহকাম-ই-যাকাত, আত-তালিকাত আন-নাফিয়াহ আলা ফাতহুল-মুলহিম, ইসলাম মাআ আওরাত কি হুকমরানি এবং নাওয়াদির আল-ফিকহসহ অসংখ্য সমাদ্রিত গ্রন্থ রচনা করেন। তিনি করাচি বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।