লাখো মানুষের অংশগ্রহনে পাকিস্তানের মুফতীয়ে আজম, দারুল উলুম করাচির মুহতামীম মুফতী রাফি উসমানী (রহ.) এর জানাযা সম্পন্ন হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯ টায় জানাযার নামাজ শেষে দারুল উলূমের মাকবারায় দাফন করা হয় তাঁকে। জানাযার নামাজে ইমামতি করেন মুফতী রাফি উসমানী (রহ.)- এর বড় ভাই মুফতী তাকি উসমানী।
জানাযায় অংশগ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলামের আমীর মাওলানা ফজলুর রহমান, মুফতি রাজি উসমানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
দারুল উলূম করাচিতে তার পিতা পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতী, মুফতী মুহাম্মদ শফি উসমানী এবং অন্যান্য বুজুর্গদের পাশে দাফন করা হয় মুফতী মুহাম্মদ রাফি উসমানীকে।
সূত্র: ডেইলি জঙ্গ