মুসলিম দেশের রাষ্ট্রদূতদের সাথে জাপান প্রধানমন্ত্রীর ইফতার

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ধর্মীয় সহনশীলতার অভিব্যক্তি হিসেবে রমজান মাসে ইফতারে ৩৮টিরও বেশি মুসলিম দেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান। মুসলিম দেশগুলোর প্রতিনিধি দলের সম্মানে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা নিজ বাড়িতে ইফতার ও নৈশভোজের আয়োজন করেন। এসময় জাপানের প্রধানমন্ত্রীর পরিবারও উপস্থিত ছিলেন এবং অতিথিদের স্বাগত জানান।
ঐতিহ্যের প্রতি খেয়াল রেখে খেজুর দিয়ে ইফতার করা হয় এবং বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। জাপানের প্রধানমন্ত্রী তার সংক্ষিপ্ত ভাষণে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূতদের আগমনের জন্য ধন্যবাদ জানান এবং রমজানের শুভেচ্ছা জানান।

জাপানের প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বিভিন্ন ধারণা ও বিশ্বাসের লোকদের মধ্যে ধর্মীয় সহনশীলতা ও সম্প্রীতির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।মুসলিম সাফরা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা এবং ধর্মীয় সম্মান প্রচারের জন্য জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে ধন্যবাদ জানান।