মূল ধারায় ফিরলেন মাওলানা শেখ মুজীবুর রহমান, মাওলানা আব্দুল হক কাউসারী ও মাওলানা উবায়দুল্লাহ ফারুক পটুয়াখালী।
আজ ৯ ডিসেম্বর -২৩ শনিবার দুপুরে মীরপুর জামেয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদে আনুষ্ঠানিক ভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সদস্য ফরম পূরন করে মুফতী মোহাম্মাদ ওয়াক্কাস রহ. অংশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শেখ মুজীবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল হক কাউসারী ও পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক মূল ধারায় যোগদান করেন।
আরজাবাদ মিলনায়তনে অনুষ্ঠিত এই যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের অন্যতম সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার। উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা লোকমান মাজহারী,যুগ্মমহাসচিব মাওলানা মতিউর রহমান গাজিপুরী, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শরফুদ্দীন ইয়াহইয়া,কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর উত্তর জমিয়তের সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী, ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি মাওলানা রেদওয়ান মাজহারী, সহ-সভাপতি মাওলানা মাঈনুদ্দীন আহমদ মানিক, সাধারণ সম্পাদক হাফেজ কাউসার আহমদ ও মাওলানা আব্দুর রহমান জামীল।