মেঘনায় ইলিশসহ ১৩৮ মণ মাছ জব্দ

ভোলা জেলা সদরের মেঘনা নদীতে আজ ১৩৮ মণ ইলিশ ও অনান্য মাছ জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল।

বৃহস্পতিবার সকালে মেঘনার রামদাসপুর এলাকায় দু’টি ইঞ্জিন চালিত কাঠের নৌকায় তল্লাশী করে এসব মাছ উদ্ধার করা হয়। এসব মাছের মধ্যে ১০৩ মণ ইলিশ, ১২ মণ পোয়া ও ২৩ মণ ছোট চিংড়ি মাছ রয়েছে।
এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যান্ট কে এম শফিউল কিঞ্জল জানান, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুইমাস অভায়শ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মৎস্য শিকার বন্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালানো হয়। এসময় দুটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করে তল্লাশী চালিয়ে ১৩৮ মণ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া আটক দু’টি নৌকার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
জাটকা রক্ষায় জেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকার অভায়শ্রমে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস ইলিশসহ সব ধরনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময় মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও কেনা-বেচা সম্পূর্ণরুপে নিষিদ্ধ।