পয়গাম ডেস্ক:
শায়খুল ইসলাম হযরত মাদানি রহ.-এর দর্শন, মুজাহিদে মিল্লাত শামছুদ্দীন কাসেমী রহ, এর বিপ্লবী আদর্শ ও চিন্তা-চেতনায় প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ থেকে শিক্ষাবর্ষের সমাপনী উপলক্ষে প্রতি বছরই যুগচাহিদানুযায়ী বিষয়ভিত্তিক বই বা অনুবাদ গ্রন্থ প্রকাশ করা হয়।
জামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার তত্বাবধান ও সম্পাদনায় জামিয়ার প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত হয়ে থাকে। এ বইগুলো আমাদের সমাজে বেশ আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। পাঠকমহলে এর ব্যাপক চাহিদা রয়েছে ।
আমিরুল হিন্দ আল্লামা আরশাদ মাদানি দা,বা,এর ১৪৪৩ হিজরীর পবিত্র মাহে রমযানে প্রদত্ত ইসলাহী বয়ানগুলো উর্দুতে তাকারিরে মাদানি নামে সংকলিত হয়। এ সংকলনের মহান দায়িত্ব আনজাম দিয়েছেন হযরতের সাহেবজাদা মাওলানা সাইয়িদ আযহার মাদানি দা, বা। আল্লামা সাইয়িদ আরশাদ মাদানি দা. বা.-এর প্রদত্ত বয়ান তাকারিরে মাদানির বঙ্গানুবাদ জামিয়ার প্রকাশনা বিভাগ থেকে প্রকাশের উদ্যোগ নেয়া হয়া। এর বাংলা নাম দেয়া হয় “আল্লামা সাইয়িদ আরশাদ মাদানি দা. বা.-এর ইসলাহী বয়ান”।
ইতোমধ্যেই বইটির ছাপার কাজ শেষ হয়েছে। পাঠকের হাতে পৌঁছার অপেক্ষায় রয়েছে। ইনশাআল্লাহ আগামী ১৭ ফেব্রুয়ারী শুক্রবার খতমে বুখারী মাহফিলে হযরত আমিরুল হিন্দের মাধ্যমে এ বইয়ের মোড়ক উন্মোচিত হবে।
জামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, ইসলাহী বয়ান বইটিতে আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানির রমযানে আমলের মর্যাদা, নবুওয়াত ও রিসালাত, শরিয়ত, সুলুক, তরিকত, তাসাওউফের মৌলিক নীতিমালাসমূহ, আল্লাহ পর্যন্ত পৌঁছার আদব, আকাবিরদের খানকাহ, মোরাকাবা, হিংসা, আত্মার ব্যাধির চিকিৎসা, আল্লাহর নিকট কবুল হওয়া আমলের মাপকাঠি ইত্যাদি আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে। সর্বশেষ হযরত মাদানি রহ.-এর রমযানের আমলের বর্ণনা রয়েছে; যা এত গুছানোভাবে অন্য কোনো কিতাবে তেমন পাওয়া যায় না। আলোচনাগুলো একজন মুমিনের জীবন গঠনে অনেক সহায়ক হবে। যে কেউ আলোচনাগুলো পড়লে সফলতার রাজপথে হেঁটে সফলকাম হবেই।