যশোরের মনিরামপুর সড়কের বেগারিতলা নামক স্থানে দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম রাব্বি (২২) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ছয়টায় এ ঘটনা ঘটে।
রাকিবুল ইসলাম রাব্বি যশোর মনিরামপুর বাজুয়াডাঙ্গা গ্রামের সোহরাব হোসেন ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর ইউনিটে সৈনিক পদে চাকরি করতেন।
স্থানীয়রা জানান, ঈদ পালন করতে রাকিবুল ইসলাম রাব্বি (৯ এপ্রিল) কয়েকদিন আগে বাড়ি আসেন। বৃহস্পতিবার বিকালে এক বন্ধুর মটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। মনিরামপুর সড়কের বেগারিতলা নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী মটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত ডা. নিশি তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই তাপোস জানান, নিহত সেনা সদস্য সন্ধ্যায় মটরসাইকেলে ঘুরছিলেন। এ সময় বিপরীতমুখী মটরসাইকেলের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।