রাজধানীজুড়ে তীব্র যানজটে নাকাল নগরবাসী

পবিত্র রমজান শুরুর পর প্রথম কার্যদিবসে রাজধানীজুড়ে তীব্র যানজটে নাকাল হতে হয়েছে নগরবাসীকে। গুরুত্বপূর্ণ সড়কে দিনভর ছিল গাড়ির জট। ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় কাটাতে হয়েছে প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া নাগরিকদের।

অনেকে যানজটের তীব্রতার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করেছেন। লিখেছেন ক্ষোভের কথা।

সাংবাদিক আমীন আল রশীদ ক্ষোভ প্রকাশ করে সন্ধ্যা সাতটার দিকে ফেসবুকে লিখেছেন, ‘ঢাকা শহরে যাদের বাসা ও অফিস দুই প্রান্তে এবং যাদেরকে প্রতিদিন সকাল-বিকেল নারকীয় জ্যামে বসে থাকতে হয়, মৃত্যুর পরে আল্লাহ যেন তাদের কবরের আজাব মাফ করেন। সন্ধ্যায় ফুটপাত দিয়ে হেঁটে বাসায় ফেরার পথে এই উপলব্ধি হলো। বিকাল পৌনে পাঁচটায় যাদেরকে রাস্তায় দেখেছি, আমি নিশ্চিত তাদের বিরাট অংশ এখনও রাস্তায়।

রাজধানীর উত্তরা থেকে শুরু করে বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, বাড্ডা, মহাখালী, হাতিরঝিল, রামপুরা, কারওয়ান বাজার, পান্থপথ, ধানমন্ডি, যাত্রাবাড়ী এলাকায় যানজটের ভয়াবহ অবস্থা দেখা গেছে। ছবির মাধ্যমে তুলে ধরা হলো ঢাকার যানজটের তীব্রতা।