যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান: গণতন্ত্র মঞ্চ

বাংলাদেশের জনগণ যেই নির্বাচনে অংশ নেবে না, সেই নির্বাচনে বাংলাদেশের কোনো বিরোধীদল অংশ নেবে না। শনিবার (১৮ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ‘যারা নির্বাচনে অংশ নেবে তারা ভবিষ্যতে জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে।’

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বর্তমান ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশনের (ইসি) প্রহসনের তফসিল ঘোষণার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।

তারা বলেছেন, ‘বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সহিংসতা ও নাশকতা সৃষ্টি করে সেই দায় বিরোধী দলের উপর চাপিয়ে নেতা-কর্মীদের মামলা ও গ্রেপ্তার করে আন্দোলন দমনের ঘৃণ্যপথ অবলম্বন করেছে সরকার। তফসিল ঘোষণার মাধ্যমে ইসি সরকারের সেই অন্যায়কে বৈধতাই দিলো শুধু।’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মী যখন জেলে এবং লক্ষ লক্ষ নেতাকর্মী পুলিশী নির্যাতনের ভয়ে বাড়ি ছাড়া। এমন অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে প্রহসনের তফসিল ঘোষণা করে একতরফা নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। এসব ঘটনা পরিস্কার বার্তা দেয় যে এই সরকার এবং এই ইসি’র অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়।’

বিবৃতিতে অনতিবিলম্বে সরকারকে পদত্যাগ ও অন্তর্র্বতীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীর মুক্তির দাবিতে যুগপৎ ধারায় রবি ও সোমবার সারাদেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। সেই সাথে সকল ষড়যন্ত্র, সহিংসতা এবং নাশকতা মোকাবিলা করে এই হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে দেশের জনগণ আরেকবার সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।