যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, কোম্পানি এবং অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে।
৮ নভেম্বর মঙ্গলবার মিয়ানমারের প্রধান বিচারপতি , একজন মন্ত্রী সহ আরো ১৯ জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল ।
এদিকে যুক্তরাষ্ট্র কালো তালিকাভুক্ত করেছে অস্ত্র ব্যবসায়ী কিয়াও মিন উও এবং তার স্কাই এভিয়েটর কোম্পানিকে।
কিয়াও মিনের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানা গিয়েছে।
দেশটির সেনাবাহিনী ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে । স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল (এসএসি) নামে জান্তা সরকার বর্তমানে দেশ চালাচ্ছে ।
নৃশংস কায়দায় জবাব দেয় জান্তা সরকারের সেনাবাহিনী। এই সময়ে সামরিক বাহিনী ব্যাপক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়ে। ।
পর্যবেক্ষণ সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারসের তথ্য অনুযায়ী
জানা যায় গত দুই বছরে ২ হাজার ৪০০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
জাতিসংঘের একটি শিশু সংস্থা বলছে, এই সময়ে ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
