যুদ্ধপরবর্তী গাজা ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে : নেতানিয়াহু

গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ শেষ হলে উপত্যকাটি ইসরায়েলের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকবে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর আল জাজিরার।  

নেতানিয়াহু বলেন, যুদ্ধের পরে গাজা উপত্যকায় একটি বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে অঞ্চলটির পুনবার্সন করা হবে। আমরা কোনোরকম আন্তর্জাতিক চাপের কাছে নতি স্বীকার করবো না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকবার পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজার হামাসের মধ্যে মেলবন্ধনের মাধ্যমে ফিলিস্তিনকে একত্রিত হতে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ফিলিস্তিন যেনো ইসরায়েলি দখলে না যায় কিংবা অঞ্চলটির মানচিত্রে যেনো কোনো পরিবর্তন না আসে সে ব্যাপারেও তিনি আশা প্রকাশ করেছেন।

ইসরায়েলি গনমাধ্যমে প্রচারিত এক ভাষণে নেতানিয়াহু আরও বলেন, আমরা পশ্চীম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণার কথা ভাবছি। এ ব্যাপারে আমরা প্রস্তুতি নেয়াও শুরু করেছি।