
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত কয়েক মাসে ১০ থেকে ১৫ হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা তথ্য। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও নতুন নিয়োগ পাওয়া যোদ্ধাদের অধিকাংশই তরুণ এবং প্রশিক্ষণবিহীন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে অন্তত ১০ থেকে ১৫ হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের তথ্য মতে, এ সময়ে গাজার সংঘাতে মোট প্রাণহানি অন্তত ২০ হাজার।
হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা আগেই জানিয়েছিলেন, সংঘাতের মধ্যে হাজারো নতুন যোদ্ধা নিয়োগ দেওয়া সম্ভব হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক প্রধান অ্যান্টনি ব্লিঙ্কেনও গত ১৪ জানুয়ারি এ বিষয়ে মন্তব্য করেন। তিনি হামাসের নতুন নিয়োগপ্রক্রিয়াকে “চিরস্থায়ী যুদ্ধের রেসিপি” বলে অভিহিত করেন।
রোববার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজার পরিস্থিতি কিছুটা শান্ত হলেও হামাস সেখানে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে। গাজায় হামাস-নিয়ন্ত্রিত প্রশাসন ইতোমধ্যেই মৌলিক সেবা পুনরায় চালু করতে শুরু করেছে, যা ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল।
মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, ইরান-সমর্থিত হামাস এখনও ইসরায়েলের জন্য একটি স্থায়ী হুমকি। এই সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে এবং গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
যুদ্ধবিরতি হলেও ইসরায়েল হামাসকে পুরোপুরি ধ্বংস করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি দীর্ঘমেয়াদি অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।