পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করতে তার বাসভবনে গেছে পুলিশ। তোশাখান মামলার শুনানিতে একটানা হাজির না হওয়ায় ইমরানকে গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তারা তার বাসভবনে পৌঁছেছেন। খবর আল-জাজিরা।
আজ রোববার একের পর এক টুইট বার্তায় ইসলামাবাদ পুলিশ জানায়, তিনি এড়িয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, একজন পুলিশ সুপার ইমরান খানের কক্ষে যান, কিন্তু তিনি সেখানে ছিলেন না।
তবে বর্তমানে বাসভবনের ভেতরে কর্মীদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন ইমরান খান। জিও নিউজ ও ডনের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি তোশাখানা মামলার শুনানিতে পিটিআই প্রধান হাজির না হলে ইসলামাবাদের এক আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
জামান পার্কে ইসলামাবাদের এক পুলিশ কর্মকর্তা মিডিয়ায় বলেন, আদালতের নির্দেশ মোতাবেক তারা সেখানে অবস্থান করছেন। কেননা ইমরান খান তোশাখানা মামলার শুনানিতে ক্রমাগত অনুপস্থিত ছিলেন।
তবে আজকেই ইমরান খান গ্রেপ্তার হচ্ছেন কি না বা সেখানে কী অবস্থা হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এদিকে পিটিআই বিশাল বিক্ষোভের হুমকি দিয়েছে।