আগামী ১০ ডিসেম্বর ঢাকায় ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করবে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি সামসুজ্জামান খান দুদু বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে টাঙ্গাইলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন সরকার যে ভাষায় সমাবেশ প্রতিহত করার চেষ্টা করবে, সেই ভাষাতেই বিএনপির পক্ষ থেকে জবাব দেয়া হবে।
এসময় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদকসহ জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ দিকে গণসংহতি দলের চেয়ারম্যান জোনায়েদ সাকী এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, বিএনপির বিভাগীয় শেষ সমাবেশ আগামী ১০ ডিসেম্বর।
তিনি আরো বলেন সরকার এই আন্দোলনে বাধা দেওয়ার অনেক চেষ্টা করবে, কিন্তু এই আন্দোলন ঠেকিয়ে রাখতে পারবে না। জনগণই এবার সরকারকে রুখে দেবে।
এ সরকারের দুর্নীতি ও নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ।
এ বক্তব্যের সময় তার দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।