যে হাতে আগুন দেবেন সেই হাত পুড়িয়ে দেব, বিএনপিকে কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সৎ সাহস থাকলে রাজপথে আসুন সামনাসামনি খেলা হবে, আমরা রাজপথে প্রস্তুত আছি। যে হাতে ভাঙচুর করবেন, সেই হাত আমরা ভেঙে দেব। যে হাতে আগুন দেবেন, সেই হাত আমরা পুড়িয়ে দেব। আক্রমণ করার চেষ্টা করবেন না। আক্রমণ করলে আমরাও পাল্টা আক্রমণ করব।’

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সরকারি জুবিলী স্কুল মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপিকে ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে প্রমাণ হবে জনগণ কাদের পক্ষে। এবং শেষ পর্যন্ত বিএনপি পানি ঘোলা করে নির্বাচনে আসবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আবারও জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বিএনপি। আমরা তার আলামত বুঝতে পারছি। আবারও আগুন সন্ত্রাস, জালাও-পোড়াও করার ষড়যন্ত্র করছে; তা-ও আমরা খবর পাচ্ছি।’ 

বিএনপির ইউনিয়ন কর্মসূচি নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কয়টা গ্রামে গেছে? আওয়ামী লীগ গ্রামে গ্রামে মানুষের পাশে গেছে। তাদের পদযাত্রা কর্মসূচিতে কিছু হবে না বরং আমাদের শান্তির সমাবেশ সফল হচ্ছে। আমরা পাল্টাপাল্টি সমাবেশ করি না, বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ করে। গত ১০ ডিসেম্বরের পর থেকে আওয়ামী লীগ বিএনপির কোনো সমাবেশ হামলা করেনি, বাধা দেয়নি। আমরা তাদের (বিএনপি) কথায় পাল্টা কর্মসূচি দেই না। আমরা ডাকি সমাবেশ হয়ে যায় মহাসমাবেশ, আর বিএনপির সমাবেশ হয় কোনমতে।’

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলেছিল ১০ তারিখের পর আওয়ামী লীগ পালিয়ে যাবে। অথচ তাদের নেতা তারেক রহমান পালিয়ে গেছে। তারেক রহমানকে বলেন সৎ সাহস থাকলে দেশে এসে সামনাসামনি খেলতে। আসেন খেলি। খেলা হবে, ফাইনাল খেলা।’

বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে ঠিকই আসবে, কিন্তু পানি ঘোলা করে শেষ বেলায় আসবে। নির্বাচনে না আসলে পালাতে হবে। একজন পালিয়েছেন বাকিরাও পালাবার পথ খুঁজবে। আওয়ামী লীগ পালায় না। 

বিএনপির আন্দোলন ও পদযাত্রা নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির অভ্যুত্থান গোলাপবাগের গরুর হাটে গিয়ে গুরুতর আহত হয়েছে। এখন আহত হয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে পদযাত্রা করছে। ছুটতে আর পারছে না।’