তীব্র শীত আর বিরূপ আবহাওয়ার কারণে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় রংপুরের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা বিভাগ।
সোমবার (২২ জানুয়ারি) বিভাগীয় শিক্ষা অফিস এ তথ্য জানিয়েছে। তীব্র শীত আর বিরূপ আবহাওয়ার কারণে সকল ধরণের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা।
আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে শীত কিছুটা বাড়তে পারে।
গতকাল রাজশাহী বিভাগের কয়েক জেলায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। আজ রংপুর বিভাগের কোনো কোনো জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।