মুসলমানদের পবিত্র রমজান মাসের প্রথম দিন ১১ মার্চ, সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি অবরুদ্ধ গাজায় আরও মৃত্যু এড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।
সোমবার এক সংবাদ সম্মেলনে গুতেরেস বলেছেন, ‘রমজান শুরু হয়ে গেলো, অথচ গাজা উপত্যকায় এখনও হত্যা, বোমাবাজি ও রক্তপাত অব্যাহত রয়েছে। আজকে আমি অনুরোধ করছি, রমজানের চেতনার প্রতি সম্মান জানিয়ে যুদ্ধ বন্ধ করুন। প্রয়োজনীয় এবং ব্যাপক আকারে জীবন রক্ষাকারী সহায়তা প্রদান নিশ্চিত করার জন্য সমস্ত বাধা অপসারণ করুন।’
তিনি হামাসের কাছে বন্দী সমস্ত জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের মহাসচিব বলেছেন, ‘আরো প্রতিরোধযোগ্য মৃত্যু এড়াতে আমাদের অবশ্যই কাজ করতে হবে। আমরা মাসের পর মাস বেসামরিক হত্যা ও ধ্বংসের সাক্ষী হয়েছি। এটি এমন একটি ঘটনা যা মহাসচিব হিসাবে আমার দায়িত্ব পালনের সময়ে আর কখনো ঘটেনি।’
গুতেরেস রাফায় সম্ভাব্য ইসরায়েলি হামলার ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ গাজার জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলতে পারে।’
তিনি সকল পক্ষকে গাজার হতাহতদের পরিবারের কণ্ঠস্বর শোনার এবং মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘বেসামরিক নাগরিকদের রক্ষা করতে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় যুদ্ধে লিপ্ত রয়েছে ইসরায়েলি বাহিনী। ৫ মাসের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ৩১ হাজার ১০০ এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজার ৭০০ এর বেশি আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। এছাড়া অবরুদ্ধ এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজায় অপুষ্টি ও পানিশূন্যতায় অন্তত ২৭ জন মারা গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি