
আসন্ন পবিত্র রমজান মাসে বায়তুল্লাহ শরিফে তারাবির নামাজ পড়াবেন সাতজন ইমাম। দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি শুক্রবার (৩১ জানুয়ারি) এই সম্মানিত ইমামদের নাম ঘোষণা করেছে।
ঘোষণা অনুযায়ী, এবার পবিত্র কাবায় তারাবির নামাজ পড়াবেন— শেখ আব্দুর রহমান আস সুদাইস, শেখ মাহের আল মুয়াইকলি, শেখ আব্দুল্লাহ জুহানি, শেখ বান্দার বালিলাহ, শেখ ইয়াসির দাওসারি, শেখ বদর আল তুর্কি এবং শেখ ওয়ালিদ আল শামসান।
ইসলামি শরিয়ত মোতাবেক, পবিত্র রমজান মাসে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করা হয়। ইসলামের শীর্ষ দুই পবিত্র স্থান মক্কার বায়তুল্লাহ শরিফ ও মদিনার মসজিদে নববিতে তারাবির নামাজে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। ফলে মক্কা ও মদিনায় এ সময় মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে রমজান মাস শুরু হতে পারে। শুক্রবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাবান মাস শুরু হয়েছে। সে হিসেবে আগামী ২৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯ তারিখ। সেদিন চাঁদ দেখা গেলে ১ মার্চ এবং চাঁদ দেখা না গেলে ২ মার্চ থেকে রমজান শুরু হবে।
বর্তমানে উন্নত প্রযুক্তির সাহায্যে নতুন চাঁদ উদয়ের সময় আগে থেকেই নির্ধারণ করা সম্ভব। মধ্যপ্রাচ্যের দেশগুলো সাধারণত কয়েক মাস আগেই রমজান, শাওয়ালসহ অন্যান্য মাসের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ ঘোষণা করে। তবে ইসলামি শরিয়ত অনুযায়ী, প্রকৃতপক্ষে চাঁদ দেখার পরই চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।
সূত্র: উম্মিদ ডটকম