আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে মিয়ানমার সীমান্তের কাছে রহমতের বিল এলাকায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কৃষকরা রহমতের বিলে মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, মৃতদেহটি মিয়ানমারের সংঘর্ষের শিকার হওয়া কোনো ব্যক্তির হতে পারে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। সংঘর্ষের জের ধরে গুলি ও গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে বাংলাদেশি ভূখণ্ডে।
সোমবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামে মর্টার শেল পড়ে দুজন নিহত হন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নারী, অন্যজন রোহিঙ্গা।
অস্ত্রসহ রোহিঙ্গা গ্রেফতার
এদিকে, মঙ্গলবার রহমতের বিল এলাকা থেকে অস্ত্রসহ ২৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।
গ্রেফতারকৃত রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করা হবে উদ্ধার করা অস্ত্রের উৎস সম্পর্কে।