রাজধানীতে অবৈধ ভবনের বিরুদ্ধে অভিযানে নামবে ফায়ার সার্ভিস

আগামী সপ্তাহেই রাজধানীতে অবৈধ ভবনের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথ অভিযান শুরু করবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এসময় তিনি বলেন, প্রথমে সিটি কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে আমরা অভিযানে যাবো, যেখানে ভবনের নিয়মগুলো মানা হয়নি, যেসব ভবনে ফায়ার সেফটি আইন মানা হয়নি, সেগুলো দেখবো। অন্য বিষয়গুলো নির্ধারিত ডিপার্টমেন্ট দেখবে।

তুরস্কে ভূমিকম্পের পর উদ্ধার কাজ শেষে ফায়ার সার্ভিসের প্রতিনিধিদলের দেশে ফেরার বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তুরস্কে বাংলাদেশের উদ্ধার অভিযানে সেনাবাহিনীর ২৪ জন, সেনাবাহিনী মেডিকেল টিমের ১০ জন, ফায়ার সার্ভিসের ১২ জনসহ মোট ৪৬ জন ছিলেন। বিদেশের অভিজ্ঞতা দেশের উদ্ধার কাজেও ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।