নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীতে নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। ‘গণতন্ত্র পুনরুদ্ধার’ এবং ১০ দফা দাবি আদায়ে আগামী সপ্তাহে রাজধানীতে ‘পদযাত্রা’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় দলটি। ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি এ কর্মসূচি পালন করবে। আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি আগামী ২৮ জানুয়ারি শাহজাদপুর থেকে মালিবাগের আবুল হোটেল এবং ৩১ জানুয়ারি গাবতলী থেকে মিরপুর ১০নং গোলচত্বরে পদযাত্রা করবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ৩০ জানুয়ারি পদযাত্রা করবে যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি বুধবার মুগদা থেকে মালিবাগ পদযাত্রা করবে।