
রাজধানীর তেজগাঁও এলাকার তেজকুনিপাড়ার রোলিং মিল গলি এলাকায় একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।
আজ সোমবার সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আগুনের খবর পায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টাফ অফিসার (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার বলেন, ‘আমরা সন্ধ্যায় কল পাই। কলাররা জানান তেজকুনিপাড়ার একটি বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি।