রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের রাফা শহরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। খবর আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত নারী ও শিশু যাদের ওপর ‘গণহত্যার হাতিয়ার’ দিয়ে হামলা চালানো হয়েছে। এসব মানুষ আগে থেকেই পানি, খাদ্য, ওষুধ, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বঞ্চিত ছিল।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্ধৃতি দিয়ে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, জাতিসঙ্ঘ গুদামের কাছে ছিল ওই তাঁবুর ক্যাম্পটি। সাম্প্রতিক সময়ে এটি নির্মাণ করা হয়েছিল উদ্বাস্তুদের থাকার জন্য।

ইসরাইল রোববার রাতে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এখানে।

গাজার সিভিল ডিফেন্স দলের প্রধান ডা. মোহাম্মদ আল-মুঘাইর বলেন, তারা রাফা এলাকার ওই স্থান থেকে আগুনে পুড়ে যাওয়া অনেক লাশ উদ্ধার করেছেন।

এর আগে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানায়, উত্তর-পশ্চিমের বাস্তুচ্যুত লোকদের ওপর ইসরাইল হামলা চালিয়েছে। তারা জানায়, নিহতদের বেশিভাগ নারী ও শিশু।

এর আগে রোববার হামাস রাফা থেকে তেল আবিবে আটটি রকেট নিক্ষেপ করে। জানুয়ারির পর এটিই ছিল তাদের প্রথম দূরপাল্লার হামলা। সূত্র : আল জাজিরা