
‘রাম নবমী’ উৎসবের আড়ালে রীতিমত মুসলিম সম্প্রদায়ের উপর তাণ্ডব চালিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। যা থেকে রক্ষা পায়নি মুসলিম পথচারী, ব্যবসায়ী, পীর-আওলিয়াদের মাজার, মাদরাসা কিংবা মসজিদ।
এদিকে উগ্র হিন্দুত্ববাদীদের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)।
মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে এ নিন্দা জানায় ওআইসি।
বিবৃতিতে ওআইসি এসব হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়াও ভারত সরকারের কাছে সহিংসতায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা ও মুসলিম সম্প্রদায়কে রক্ষার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “সহিংসতা ও ভাঙচুরের এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এটি প্রমাণিত হয় যে ভারতে ইসলামবিদ্বেষ দিন দিন বেড়েই চলেছে।”
উল্লেখ্য; সম্প্রতি ‘রাম নবমী’ উৎসবের আড়ালে ভারতের গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, মথুরা,পশ্চিমবঙ্গ, রাজস্থান, মুম্বাই, কাশ্মীর ও ভাদোদরোয়ায় মুসলিমদের বিরুদ্ধে অন্তত ২০ সহিংসতার ঘটনা ঘটেছে। এছাড়াও এ উৎসবের সময় বিহারের নালন্দা জেলার একটি মাদরাসায় আগুন লাগিয়ে দেওয়া হয়।