রাশিয়ান ওয়াগনার বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা যুক্তরাষ্ট্রের

রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনার গ্রুপকে ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এক নির্বাহী আদেশে ওয়াগনারকে ‘বহুজাতিক অপরাধী সংগঠন’ হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি এ গোষ্ঠীটিকে অর্থ, পণ্য বা সেবা দিতে পারবে না।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র অ্যাডমিরাল জন কিরবি স্থানীয় সময় শুক্রবার বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ও ব্যবসায়ী ইয়েভজেনি প্রিগোজিনের নিয়ন্ত্রণাধীন ওয়াগনারের প্রায় ৫০ হাজার যোদ্ধা রয়েছে, যাদের ৮০ শতাংশকে আনা হয়েছে রাশিয়ার বিভিন্ন কারাগার থেকে।

বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ এ কর্মকর্তা বলেন, ওয়াগনার অপরাধী সংগঠন, যেটি ইউক্রেনে ব্যাপক হারে নৃশংসতা চালানোর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন করছে। তিনি বলেন, ওয়াগনারকে সহায়তাকারীদের শনাক্ত, প্রতিহত, উন্মোচন ও লক্ষ্যবস্তু বানাতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।

কিরবি আরও বলেন, উত্তর কোরিয়া থেকে অস্ত্র হস্তান্তর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সরাসরি লঙ্ঘন। যদিও ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন উত্তর কোরিয়া থেকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছেন।

হোয়াইট হাউসে ব্রিফিংয়ের সময় কিরবি গোয়েন্দা সংস্থার সরবরাহ করা কিছু ছবি দেখান, যেগুলো দেখে মনে হয়, ইউক্রেনে সামরিক অভিযানের জন্য ওয়াগনারকে অস্ত্র দিচ্ছে উত্তর কোরিয়া। জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র বলেন, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেন সেনাবাহিনীর প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছে ওয়াগনার।