রিজার্ভ কমে এখন ৩১ বিলিয়ন ডলারে

bunch of US $100 bill bundles from high angle of view, selective focus

দেশে আরও কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বৃহস্পতিবার দেশে রিজার্ভ আছে ৩১ দশমিক ১৫ বিলিয়ন ডলার। গত মঙ্গলবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১০৫ কোটি ডলার পরিশোধ করার পর রিজার্ভ কমে গেছে। যা আগে ছিল ৩২ দশমিক ৩০ বিলিয়ন ডলার। ঠিক এক বছর আগে একই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল প্রায় ৪৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ রিপোর্টে এ তথ্য জানা গেছে। এখন যা রিজার্ভ আছে তা দিয়ে প্রায় চার মাসের (প্রতি মাসে ৮ বিলিয়ন হিসাবে) আমদানি ব্যয় মেটানো যাবে।

এদিকে নানাভাবে রিজার্ভ কমে যাওয়া ঠেকানোর চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে পাওয়া ঋণের প্রথম কিস্তির প্রায় ৪৭ কোটি ডলার রিজার্ভে যুক্ত করা হয়েছে।