লুহানস্কের হাসপাতালে ইউক্রেনের হামলা: নিহত ১৪

পূর্ব লুহানস্কের একটি হাসপাতালে ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলায় ১৪ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। আজ শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হতাহতদের মধ্যে হাসপাতালের রোগী ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। শনিবার সকালে নোভোয়াইদার শহরে ইউক্রেনীয় বাহিনী রকেট হামলা চালায়। রকেটটি যুক্তরাষ্ট্র নির্মিত হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস বা এইচআইএমএআরএস। 

এদিকে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শনিবার রাশিয়ার হামলায় ইউক্রেনের কোস্তিয়ানতিনিভকাতে তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। স্থানীয় গভর্নরের বরাতে এ তথ্য জানায় আল জাজিরা। 

এর আগে গত বৃহস্পতিবার ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১১ জন নিহত হন। 

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে ইউক্রেনজুড়ে জ্বালানি অবকাঠামোগুলো লক্ষ্য করে নিয়মিত হামলা করছে রুশ বাহিনী। ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো অভিযোগ করে বলছেন, ‘ইউক্রেনের জ্বালানিব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করছে রাশিয়া।’