লোহিত সাগর এড়িয়ে চলবে মায়ের্স্কের জাহাজ

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত লোহিত সাগর এবং সুয়েজ খাল বাদ দিয়ে আফ্রিকা উপকূল হয়ে জাহাজ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে জাহাজ পরিবহণ প্রতিষ্ঠান মায়ের্স্ক। ধারণা করা হচ্ছে এর ফলে পণ্য পরিবহণের সময় এবং খরচ দুটোই বৃদ্ধি পাবে। খবর আল জাজিরার।

শুক্রবার (৫ জানুয়ারি) মায়ের্স্ক জানায়, লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথির আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।আমাদের সকল জাহাজ এখন থেকে লোহিত সাগর এবং সুয়েজ খালের পরিবর্তে উত্তমাশা অন্তরীপ হয়ে চলাচল করবে।

আফ্রিকা দিয়ে পণ্য পরিবহনে এখন থেকে দশদিন বেশি সময় লাগবে।

মায়ের্স্ক আরও জানায়, পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় আছে এবং লোহিত সাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা চরম হুমকিতে রয়েছে।

হুথির ভাষ্য অনুযায়ী তারা গাজায় ফিলিস্তিনের ওপরে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালাচ্ছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) মায়ের্স্ক জানিয়েছিল তাদের জাহাজ হাংঝুতে হুথির আক্রমণের পরিপ্রেক্ষিতে তারা লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল স্থগিত করছে। এরপর থেকেই মায়ের্স্ক তাদের জাহাজগুলোর চলাচলের পথ পরিবর্তন করতে শুরু করে।

গত নভেম্বর থেকে লোহিত সাগর দিয়ে চলাচলরত কমপক্ষে ২৫টি জাহাজ হুথির হামলার স্বীকার হয়েছে।