শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করব : মোশাররফ

জনগণের ওপর দুর্নীতি ও লুটপাটের ভার চাপিয়ে দেওয়া আওয়ামী লীগ সরকারকে বিদায়ের প্রধান দায়িত্ব বিএনপির ওপর পড়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার ১০ দফাসহ বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলের আগে সমাবেশে তিনি এই কথা বলেন। সমাবেশ থেকে ২৫ জানুয়ারি দেশের মহানগর ও জেলায় সমাবেশের ডাক দেওয়া হয়।সমাবেশে প্রধান অতিথি খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার মেগা প্রকল্প করে মেগা দুর্নীতির সুযোগ করে দিয়েছে। সরকারের দুর্নীতি আর লুটপাটের ভার জনগণের ওপর পড়েছে। এ দেশের মানুষের আওয়াজ—এই সরকারকে বিদায় করতে হবে। বিএনপির ওপর প্রধান দায়িত্ব। বিএনপিকে দায়িত্ব নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, সরকারের পতন ঘটাতে হবে।’

 
খন্দকার মোশাররফ আরও বলেন, সরকার বিদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই সরকারকে বিদায় করা হবে।