শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য শিক্ষকের উন্নতির প্রতি নজর দিতে হবে

 ‘গবেষণায় দেখা গেছে, শিক্ষাব্যবস্থার উন্নতিতে শিক্ষকের ভূমিকা ৬৫ থেকে ৭০ ভাগ। বাকি ৩০/৩৫ ভাগ ভূমিকা রাখে সিলেবাস ও শিক্ষার্থী উভয়ে মিলে। তাই শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য শিক্ষকের উন্নতির প্রতি সবচেয়ে বেশি নজর দেওয়া দরকার।’

শুক্রবার (৮ মার্চ) মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের সাত দিনব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে কোর্সের আয়োজক ও প্রশিক্ষক, মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মহিউদ্দীন ফারুকী এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

বেফাক মহাসচিব তার বক্তব্যে বলেন, ‘শিক্ষক প্রশিক্ষণের জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। প্রয়োজনের এই জায়গাটায় মারকায ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। মহিউদ্দীন ফারুকী সাহেবের এই নিরলস চেষ্টাকে আমরা মোবারকবাদ জানাই।’ এই কোর্সে যারা অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন, অন্যদের কাছে এই দাওয়াত পৌঁছে দেওয়া ও এই প্রশিক্ষণ গ্রহণে উৎসাহিত করে শিক্ষক ও শিক্ষাব্যবস্থার উন্নতিতে সহযোগিতামূলক ভূমিকা রাখা সবার জন্য জরুরি।’

সাত দিনব্যাপী আয়োজিত এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৯০ জন শিক্ষক অংশগ্রহণ করেন এবং সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়।

প্রসঙ্গত, এটি মারকাযের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আবাসিক শিক্ষক প্রশিক্ষণ কোর্স। এর বাইরেও সরাসরি এক দিনব্যাপী ও অনলাইনে পাঁচ/সাত দিনব্যাপী কয়েকটি শিক্ষক প্রশিক্ষণ মারকাযের আয়োজনে সম্পন্ন হয়েছে এবং সহস্রাধিক শিক্ষক এগুলোতে অংশগ্রহণ করে ব্যাপকভাবে উপকৃত হওয়ার কথা জানিয়েছেন।