প্রতিবেদক: হোসাইন আহমাদ
গতকাল (৮ মার্চ) সকালে দারুল উলুম আল ইসলামীয়া নন্দী বাড়ি, মুক্তাগাছা মাদ্রাসার শিক্ষা সফরের জন্য সোয়াদ পরিবহনের একটি বাস দুর্গাপুর পাহাড়ের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়।
তথ্যসুত্রে জানা যায়, বাসটি ময়মনসিংহের মুক্তাগাছা থেকে নেত্রকোনার দুর্গাপুরে যাচ্ছিল। পথে দুর্গাপুরের লক্ষীপুর (কৃষ্ণেরচরে) পৌঁছতেই চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়।
এতে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছে বলে জানা যায়।
উক্ত ঘটনায় গুরুতর আহত হয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় তরুণ লেখক মুস্তাফিজ ইবনে আনির।
বর্তমানে তাদেরকে ময়মনসিং মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।