সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব

পয়গাম ডেস্ক :

সউদী আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে আরব বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে রাশিয়ার টেলিভিশন। আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার আরবি ভাষার টিভি চ্যানেল এ বিষয়ে একটি জরিপ চালিয়েছে।


রাশিয়ান টিভি বলছে, সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০২২ সালে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। রুশ টিভির খবর অনুযায়ী, আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে আরব বিশ্বের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে।
জরিপে অংশ নিয়েছেন ১ কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৫৪৬ জন। সউদী যুবরাজ দর্শকদের কাছ থেকে পেয়েছেন ৭৩ লাখ ৯৯ হাজার ৪৫১ ভোট। সউদী যুবরাজের প্রাপ্ত ভোট ছিল মোট ভোটের ৬২.৩ শতাংশ।
রাশিয়ান টিভি অনুসারে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের পক্ষে পড়েছে ২৯ লাখ ৫০ হাজার ৫৪৩ ভোট।
একইভাবে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে আরব বিশ্বের তৃতীয় প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে। সূত্র : জে এন।