সড়ক ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা, যান চলাচল শুরু

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রায় ২ ঘণ্টা পর রাজধানী মহাখালীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন। এতে শুরু হয়েছে যান চলাচল। তবে সড়কের উভয় পাশেই সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার পর অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সংগঠন তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, রাত ১১টায় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকে তাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। এমন পরিস্থিতিতে মহাখালীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রস্তুত রাখা হয় জলকামানও। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদের বলেন, ‘বর্তমানে আমরা মহাখালীর আমতলীতে অবস্থান করছি।

তার আগে পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘তিতুমীরসহ সাত কলেজকে নিয়ে সরকার গঠিত কমিটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কাজ করছে।

শিক্ষা উপদেষ্টা আরো বলেন, ‘তিতুমীর কলেজের অনেক শিক্ষার্থী ক্লাসে ফিরে যেতে চায়। তারা জনদুর্ভোগ চায় না।’ জনদুর্ভোগের বিষয়টি মাথায় রাখতে শিক্ষার্থীদের সড়ক ছাড়ার অনুরোধও করেন তিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *