সরকারের সমালোচনা শেষে বলে বাক্‌স্বাধীনতা নেই: প্রধানমন্ত্রী

‘শত কথা বলার পরও কিছু মানুষ বলে কথা বলার স্বাধীনতা নেই বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে এখন ২ হাজার ৪৫৫টি পত্রিকা, ১৭০ টি অনলাইন সংবাদ পোর্টাল, ১৪টি আইপি টিভি অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে সবাইতো মন ভরে কথা বলছে। কথা বলতে পারল না কোথায়। কে মুখটা বন্ধ করল আমি জানি না।’

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘টক শো হয়, সারা দিন অনেকে কথা বলে। শত কথা বলার পরে কেউ কেউ বলবে আমরা কথা বলতে পারি না। আমি দেখলাম ঘণ্টার পর ঘণ্টা অনেক কথা বলল, সরকারের নানা সমালোচনা করল। সব কথা শেষ করে তারপর বলল– আমি কথা বলতে পারি না।’