সরকার আদালতের বিষয়ে কখনও হস্তক্ষেপ করে না: আইনমন্ত্রী

বিএনপি নেতাদের জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আদালতে কোনো মামলা চলাকালীন সরকারের কোনো মন্ত্রণালয় তাতে হস্তক্ষেপ করে না। শুক্রবার সকালে তার সংসদীয় এলাকায় সফরে এলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আনিসুল হক বলেন, মামলা আদালতে চলছে, আদালত স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছেন।

তিনি বলেন, আমি অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে জেনেছি— হাইকোর্টে বিএনপি নেতাদের যে জামিন দেওয়া হয়েছিল, সেখানে কিছু আইনের ব্যত্যয় ঘটেছে। সে জন্য তিনি আপিল বিভাগে গেছেন।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জজকোর্টের তিন আইনজীবীকে হাইকোর্টে তলব ও জেলা জজকোর্টের জজকে অসৌজন্যমূলক আচরণ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ স্বাধীন, প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের লা জজ এবং অন্যান্য বিচারক তার কাছে কমপ্লেন করেছেন, ভিডিও পাঠিয়েছেন। সেখানে দেখা গেছে, একজন বিচারকের প্রতি তাদের আচরণ খুব খারাপ ছিল। সেটি আমি শুনেছি। এখন কথা হচ্ছে— সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট একটা কনটেন্ট রুল ইস্যু করেছে। এখন এইটা বিচারাধীন ব্যাপার, আদালত বিচার করবে।