সর্বধর্ম সমন্বয়ে জমিয়ত সদ্ভাবনা সংসদ সম্পন্ন

পয়গাম ডেস্ক :

রবীন্দ্রনাথ ঠাকুর,স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর এখানে উপস্থিত এই পুরোহিতরা আসল হিন্দু। আর যারা হিন্দুত্বকে বেঁচে খায় সেই আরএসএস হল নকল হিন্দু। রাজ্য সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী।

১ ফেব্রুয়ারী, বুধবার সকাল ১০ টায় জেলা পরিষদ হল, বহরমপুর, মুর্শিদাবাদে জেলা জমিয়তে উলামার উদ্যোগে মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার সভাপতি শাইখুল হাদীস মাওলানা বদরুল আলমের সভাপতিত্বে সর্বধর্ম সমন্বয়ে জমিয়ত সদ্ভাবনা সংসদ অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী সাহেব।

তিনি তার বক্তব্যে আরও বলেন, আল্লাহ রব্বুল আলামীন সমগ্র জগৎবাসীর স্রষ্টা। তাঁকে বিভিন্নজন বিভিন্ন নামে ডেকে থাকেন। সদ্ভাবনা সংসদের ন্যায় গেট-টুগেদারের আয়োজনের মাধ্যমে তাই নিজেদের মধ্যে সম্প্রীতির বাঁধনকে আরও সুদৃঢ় করতে হবে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন বহরমপুর কেএন কলেজের অধ্যক্ষা তথা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সুজাতা বাগচী, শিখ ধর্মগুরু সন্তস সিং চাওলা, পুরোহিত সংগঠনের নেতা প্রদীপ চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডঃ এ কে আজাদ, বিশিষ্ট আইনজীবী সন্দীপ চট্টোপাধ্যায়, খৃষ্টান ধর্মগুরু ফাদার জয়ৎপাল হাসদা, ওঁরাও আদিবাসী সমাজের নেতা খোকন শর্মা, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি হলেন সামসুজ্জোহা বিশ্বাস, শিখ নেতা স্মরণ সিং, মুখতার আলি, স্বামী পরমানন্দ মহারাজ, জমিয়তে আহলে হাদীসের নেতা মাওলানা আবদুল্লাহ ডলটন, মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা বদরুল আলম, সম্পাদক মুফতি রায়হান আলি, আব্দুর রাজ্জাক (জৌলুসপুর), মুফতি যুবায়ের, মাইনুল ইসলাম, মাওলানা নিযামুদ্দীন বিশ্বাস প্রমুখ। এদিনের সভায় মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে অসংখ্য পুরোহিতসহ হিন্দু, মুসলিম, শিখ, খৃষ্টান বিভিন্ন ধর্মের মানুষ যোগদান করেন।