মার্কিন প্রতিনিধি পরিষদ পূর্ববর্তী কমিটি কর্তৃক গৃহীত “সাবমেরিন ক্যাবল নিয়ন্ত্রণ আইন” পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে, যার লক্ষ্য বিদেশি প্রতিযোগীদের জন্য সাবমেরিন ক্যাবলের সাথে সম্পর্কিত প্রযুক্তি ও পণ্য পাওয়া কঠিনতর করে তোলা।
চীন এর বিরোধিতা করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং মঙ্গলবার বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক জাতীয় নিরাপত্তার ধারণাকে সাধারণীকরণ এবং অন্যান্য দেশের কোম্পানিকে অযৌক্তিকভাবে দমনের বিরোধিতা করে চীন।
মাও নিং আরও বলেন, চীন সরকার সবসময় চীনা কোম্পানিগুলোকে স্থানীয় বাজারের নীতি ও আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে উত্সাহিত করে। সূত্র: সিনহুয়া।