শুক্রবার রাত ১২টার পর থেকে আজ শনিবার (২০এপ্রিল) দুপুর একটা পর্যন্ত ইন্টারনেটে ধীরগতি রয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রাহকরা এ অভিযোগ করছেন। কখন ঠিক হবে এ ব্যাপারে নিশ্চিত কিছু বরতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে জানা গেছে , কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ হওয়ায় দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ সাবমেরিন কেব্লস এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ জানান, সিমিউই-৫ দিয়ে দেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহ হয়। এটি এখন বন্ধ আছে। চেষ্টা করা হচ্ছে সিমিউই-৪ (প্রথম সাবমেরিন ক্যাবল) দিয়ে বিকল্প ব্যবস্থা করতে।
সিঙ্গাপুরে ফাইবার ক্যাবল ব্রেক করায় বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে এ সমস্যা দেখা দিয়েছে।
তিনি জানান, আজ শনিবার ( ২০এপ্রিল) বিকেলের মধ্যে জানা যাবে কবে নাগাদ স্বাভাবিক গতি ফিরে পাবে ইন্টারনেট।
দেশের মোট ব্যান্ডউইথ ব্যবহার এখন ৫ হাজার জিবিপিএস। দুই সাবমেরিন ক্যাবলের বাইরে প্রায় ২ হাজার ৭০০ জিবিপিএস ব্যান্ডউইথ আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল (আইটিসি) মাধ্যমে স্থল সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি করা হয়। আগামী বছরের মধ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল যুক্ত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত দুটিতেই কাজ চলছে।