মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মার সাথে অভিমান করে হালিমা খাতুন (১৬) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া কলেজ পাড়াগ্রামে এ ঘটনা ঘটে।
মৃত হালিমা খাতুন সারটিয়া কলেজ পাড়াগ্রামের শাহ আলমের মেয়ে ও সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্রী। বুধবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
পরিবারের বরাত দিয়ে সদর থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, কয়েকদিন ধরে স্কুল ছাত্রী হালিমা খাতুন মোবাইল কিনে দেওয়ার জন্য বাবা-মাকে বারবার বলছিল। এমনকি মোবাইল না কিনে দেওয়ায় দুইদিন ধরে খাওয়া-দাওয়াও বন্ধ করে দিয়েছিল।
এ অবস্থায় মঙ্গলবার গভীর রাতে হালিমা খাতুন তার নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পিছিয়ে আত্মহত্যা করে। তিনি আরো জানান, সংবাদ পেয়ে বুধবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।