সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ২১৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-রাজশাহী মহাসড়কের তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক আসামিরা হলেন, কুমিল্লার দেবীদ্বার থানার রাজাকাচর এলাকার নুরু মিয়ার ছেলে আল আমিন (২২) ও বাঙ্গরা বাজার থানার রাজা চাবিতলা এলাকার ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)।
আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের কাছে তথ্য আসে তাড়াশের চর হামকুড়িয়া এলাকা দিয়ে একটি কাভার্ড ভ্যানের ভেতর অভিনব কায়দায় বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ঢাকা-রাজশাহী মহাসড়কে একটি চেকপোষ্ট বসানো হয়। পরে একটি পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলার সন্ধান পাওয়া গেছে। আটক হওয়া আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।