সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার রুপবাটি ইউনিয়নের শেলাচাপড়ি এলাকার নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম ঘাট থেকে তাদের আটক করা হয়।
আটক আসামিরা হলেন কুড়িগ্রাম জেলার সদর থানার চর গোবিন্দপুর এলাকার মো. আজিজুল হকের ছেলে মো. এরশাদুল (৩৬) ও একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৪০)।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন এসব তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে শেলাচাপড়ি গ্রামের নৌ বন্দর পোর্টের দক্ষিণ পশ্চিম ঘাটে একটি কাঠের তৈরি ইঞ্জিন চালিত নৌকায় তল্লাশি চালিয়ে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।