সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইরানের এক রেভল্যুশনারি গার্ড অফিসারকে মঙ্গলবার হত্যা করেছে ইসরাইলি এ অ্যাজেন্টরা। নিহত অফিসারের নাম দাউদ জাফরি।
ইরানের নিউজ অ্যাজেন্সি তাসনিম বুধবার এ খবর জানিয়েছে।
ইসলামি বিপ্লবী বাহিনীর (আইআরজিসি) বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ‘আইআরজিসি’র মহাকাশ বাহিনীর কর্মচারী দাউদ জাফরি সিরিয়ায় সেনাবাহিনীর উপদেষ্টা হিসেবে কাজ করতেন। দামেস্কের কাছাকাছি সড়কে বোমা বিস্ফোরণের পর ইহুদীবাদী সরকারের অ্যাজেন্টদের হাতে শহীদ হয়েছেন।
তাসনিমের খবরে আরো বলা হয়, আইআরজিসি জোর দিয়ে বলেছে যে ‘ভুয়া ও অপরাধী ইহুদিবাদী সরকার’ নিঃসন্দেহে এই অপরাধের জবাব পাবে।
ইসরাইলের সেনাপ্রধান আভিব কোচভি মঙ্গলবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন যে ইরান এবং ওই অঞ্চলে তার মিত্রদের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং অভিযানের পরিকল্পনা ত্বরান্বিত করার প্রয়োজন রয়েছে।
তিনি কঠিন পরিস্থিতি বলতে ‘ইরানের পারমাণবিক হুমকি’র কথা বুঝিয়েছেন।
গত রোববার থেকে শুরু হওয়া পাঁচ দিনের সফরে পেন্টাগন এবং হোয়াইট হাউসে মার্কিন কর্মকর্তাদের সাথে পাঁচ দিন একাধিক বৈঠকের সময় কোচভি এই বিবৃতি দেন। ইসরাইলের সেনাপ্রধান হিসাবে এটিই তার শেষ সফর। কারণ চলতি বছরের শেষে তার মেয়াদ পূর্ণ হয়ে যাবে।
সূত্র : মিডল ইস্ট মনিটর