সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর আঙ্কারা সফর বাতিল করেছে তুরস্ক

আঙ্কারায় সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর পূর্বনির্ধারিত সফর বাতিল করেছে তুরস্ক।স্টকহোমে অবস্থিত তুরস্কের দূতাবাসের বাইরে, তুরস্ক-বিরোধী বিক্ষোভ-সমাবেশ করতে প্রতিবাদকারীদের অনুমতি দেয় দেশটি।ওই সমাবেশে কোরআন পুড়িয়েছে সেদেশের এক কট্টরপন্থী নেতা। এ কারণে প্রতিরক্ষামন্ত্রীর সফর বাতিল করেছে তুরস্ক।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন যে, সুইডেনের প্রতিরক্ষামন্ত্রী পাল জনসনের ২৭ জানুয়ারির সফরটির “কোন মানে নেই”; কারণ দেশটিতে তুরস্ক-বিরোধী “জঘন্য” প্রতিবাদগুলো থামাতে সুইডেন কোন পদক্ষেপ নেয়নি।

উল্লেখ্য সুইডেন ন্যাটো সদস্য হওয়ার চেষ্টা চালাচ্ছে। ন্যাটো সদস্য হিসেবে ‍তুরস্ক জোটটিতে যোগ দেওয়ার জন্য সুইডেনের আবেদনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া স্থগিত রেখেছে। কারণ সুইডেন তুরস্ক-বিরোধী প্রতিবাদ আয়োজন করতে অনুমতি দেওয়া অব্যাহত রেখেছে।