সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় উদ্বেগ জানালো ঢাকা


তুরস্কবিরোধী বিক্ষোভে সুইডেনের রাজধানী স্টকহোমে  কুরআন পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। 

তুরস্কের দূতাবাস ভবনের সামনে এক কপি কুরআন পুড়িয়ে প্রতিবাদ জানান কট্টর ডানপন্থি অভিবাসীবিরোধী রাজনীতিক রাসমুস প্যালুডেন।অতীতের বেশ কিছু বিক্ষোভে কুরআন পোড়ানোর নজির আছে সুইডেনের নাগরিকত্ব পাওয়া এ রাজনীতিকের।

তুরস্ক, পাকিস্তান, কুয়েতসহ বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

রোববার (২২ জানুয়ারি) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে বলা হয়, ‘স্টকহোমে তুর্কিয়ে প্রজাতন্ত্রের দূতাবাসের সামনে ২০২৩ সালের ২১ জানুয়ারি কট্টর ডানপন্থি অ্যাকটিভিস্ট কর্তৃক পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।

‘মতপ্রকাশের স্বাধীনতার নামে বিশ্বজুড়ে মুসলিমদের পবিত্র মূল্যবোধকে অপমানের ঘটনায় গভীর উদ্বেগ জানায় বাংলাদেশ।’

পোস্টে আরও বলা হয়, ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ মনে করে, যেকোনো পরিস্থিতিতে ধর্ম পালনের স্বাধীনতাকে সমুন্নত রাখার পাশাপাশি এর প্রতি সম্মান দেখাতে হবে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে সব পক্ষকে অহেতুক উসকানি থেকে বিরত থাকার তাগিদ দিচ্ছে বাংলাদেশ।

এমএ