সুইডেনে তুর্কি বিরোধী বিক্ষোভ: পোড়ানো হলো কুরআন

যেকোনো ভাবে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সুইডেন। কিন্তু তাদের এ পথে বাধা সৃষ্টি করেছে তুরস্ক। তুর্কি সরকার কিছুতেই চাইছে না সুইডেন ন্যাটোতে যোগ দিক। এজন্য সুইডেনের রাজধানী স্টকহোমে শনিবার তুরস্কবিরোধী বিক্ষোভে পবিত্র কুরআন পুড়িয়েছেন কট্টর ডানপন্থি এক রাজনীতিক।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্কসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশ। খবর রয়টার্সের

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘আমাদের পবিত্র ধর্মগ্রন্থের ওপর জঘন্য হামলার তীব্র প্রতিবাদ জানাই…মতপ্রকাশের স্বাধীনতার নামে মুসলিমদের লক্ষ্যবস্তু বানানোর পাশাপাশি আমাদের পবিত্র মূল্যবোধকে অপমানকারী এ ধরনের ইসলামবিরোধী কর্মকাণ্ডের অনুমোদন দেয়াটা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য।’

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে সুইডেনের প্রতি তাগিদ দেয়ার পাশাপাশি ইসলামভীতির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে।