গত এক বছর আগে সংসারের অভাবে মেটাতে সৌদি আরব গিয়েছিলেন এনামুল ইসলাম (২৩)। সেখানে বৈদ্যুতিক টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন তিনি। গত আড়াই মাস আগে মারা গেলেও নানা জটিলতা পেরিয়ে শুক্রবার (৩১ মে) দেশে এসেছে তাঁর মরদেহ।
টগবগে এই যুবকটির স্বপ্ন ছিল হাল ধরবেন সংসারের।তার পাঠানো টাকায় অভাব কাটিয়ে বাবা-মায়ের শেষ সময়টা কাটবে হাসিখুশিতে। তবে শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়িতে ফিরলেন এনামুল। যেই বাবা-মায়ের মুখে হাসি ফোঁটাতে গিয়েছিলেন প্রবাসে, সেই বাবা-মায়ের চোখ ভিজছে পানিতে।
নিহত এনামুল ইসলাম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বিরাহীমপুর (খামার) গ্রামের রেজাউল হকের ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে সে ছিল ছোট।
মারা যাওয়ার দুই মাস ১৩ দিন পর শুক্রবার রাতে ফ্রিজিং গাড়িতে ঢাকা বিমানবন্দর থেকে প্রবাসী এনামুলের লাশ এসেছে গ্রামের বাড়িতে। এর আগে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের সহযোগীতায় শুক্রবার বিকেলে বিমানযোগে এনামুলের মরদেহ সৌদি থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। রাত ১১টায় নিজ গ্রামের কবরস্থানে তার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ সৌদি আরবে কাজ করার সময় বৈদ্যুতিক শক খেয়ে মারা যায় এনামুল। তবে নানা জটিলতায় সেখানেই ছিল মরদেহ। অসহায় পরিবার ছেলের লাশ ফেরত পাওয়ার জন্য দিনের পর দিন চোখের পানি ঝরিয়েছেন। ঘুরেছেন বিভিন্ন দপ্তরের বারান্দায়। তবে তাতেও কাজ হয়নি।
শেষ পর্যন্ত পরিবারটির পাশে এসে দাঁড়িয়েছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। তার সহযোগীতায় মারা যাওয়ার ২ মাস ১৩ দিন পর দেশে আসলো এনামুলের লাশ।
সরেজমিন গিয়ে দেখা যায়, অ্যাম্বুল্যান্সে কফিনে মোড়ানো সন্তানের লাশ বাড়িতে আসার পর শোকের ছায়া নেমে আসে পরিবারটিতে। কান্নায় ভেঙে পরে পুরো গ্রাম। মারা যাওয়ার দীর্ঘদিন পর গ্রামের ছেলের মরদেহ দেখতে নিহতের বাড়িতে ভিড় জমিয়েছেন গ্রামবাসী। অপরদিকে গ্রামের কবরস্থানে চলছে কবর খনন ও জানাজা নামাজের প্রক্রিয়া।
নিহত এনামুলের প্রতিবেশী শহিদুল ইসলাম বলেন, পরিবারটি খুবই অসহায়। একদিকে সন্তান হারানোর শোক। অপরদিকে মারা যাওয়া সন্তানের লাশ ফেরত না পাওয়ার শোক। পরিবারটি গত দুই মাসের অধিক সময় ধরে লাশ দেশে আনতে নানা চেষ্টা চালিয়েছে। তবে কোনো চেষ্টা কাজে লাগেনি। সর্বশেষ আমাদের এমপির সহযোগীতায় শুক্রবার এনামুলের লাশ বাড়িতে এলো।
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেন, প্রবাসী এনামুলের পরিবার আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমার এলাকার সন্তানের মরদেহ সৌদিতে পড়ে আছে শুনে আমি সৌদি আরবে থাকা বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে লাশ দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া শুরুর পদক্ষেপ নেই। নিহত প্রবাসী পরিবারের যেকোনো সমস্যায় আমি তাদের পাশে আছি।