সৌদি আরবে যুদ্ধবিমান বিধ্বস্ত

সৌদি আরবের রয়্যাল এয়ার ফোর্সের এফ-১৫ এসএ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের ধহরানে এ দুর্ঘটনা ঘটে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি জানান, দাহরানের কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে নিয়মিত প্রশিক্ষণের সময় একটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে।

আল-মালিকি বলেছেন, এ ব্যাপারে একটি তদন্ত কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করেছে। তিনি নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনকে ধৈর্য ও সান্ত্বনা দেন।

এর আগে গত জুলাইয়ে খামিস মুশাইতে প্রশিক্ষণের সময় সৌদি আরবের একটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়।

গত বছরের নভেম্বরে কিং আবদুল আজিজ বিমান ঘাঁটিতে কারিগরি ত্রুটির কারণে আরেকটি এফ-১৫ বিমান বিধ্বস্ত হয়।

সূত্র- সৌদি গেজেট।