হজযাত্রীদের জন্য সৌদির নতুন নিয়ম


হজযাত্রায় নতুন আইন জারি করেছে সৌদি আরব। এর ফলে হজ সংক্রান্ত যাবতীয় পরিষেবার ফি সম্পূর্ণভাবে পরিশোধ করার পরই বিদেশি যাত্রীদের হজ পালনের অনুমতি মিলবে।

শুক্রবার দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, মূলত হজকালীন আবাসন, যাতায়াতসহ বিভিন্ন সেবার জন্য এসব ফি ধার্য করা হয়।

এদিকে ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারির শুরুর পর দেশি-বিদেশি যাত্রীদের হজ পালনে স্থগিতাদেশ দেয় সৌদি সরকার। তখন বিশেষ ব্যবস্থায় স্থানীয় কয়েক হাজার মানুষ হজ পালন করেছিলেন। পরে ২০২১ সালে অভ্যন্তরীণ যাত্রীদের বিধিনিষেধ মেনে হজ পালনে অনুমতি দেয় সৌদির সরকার। করোনা মহামারি প্রভাব কমলে ২০২২ সালে বিদেশি হজযাত্রীদের হজের অনুমতি দেয় দেশটির সরকার।

উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে সম্ভাব্য হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬০ হাজারের ঘরে। গত রবিবার (৮ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এ তথ্য জানান।